জাফর ইমাম আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স থেকে রাজাকার হিসেবে পরিচিত জাফর ইমামের নাম মুছে ফেরার দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজশাহীর ‘জাফর ইমাম আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স’থেকে রাজাকার হিসেবে পরিচিত জাফর ইমামের নাম মুছে ফেরার দাবিতে মানববন্ধন হয়েছে।
সকাল ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড। এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জাফর ইমাম রাজশাহীতে বুদ্ধিজীবীসহ স্বাধীনতার স্বপক্ষের মানুষদের তালিকা তৈরিতে ভূমিকা রেখেছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে জিপে করে তিনি প্রকাশ্যে রাজশাহী শহর দাঁপিয়ে বেড়াতেন। রাজশাহী সার্কিট হাউজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলে পাকিস্তানি সেনাবাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্পেও ছিলো তার যাতায়াত। স্বাধীনতাবিরোধীর নাম রাষ্ট্রীয় কোনো স্থাপনায় থাকতে পারে না। তাই অবিলম্বে টেনিস কমপ্লেক্স থেকে জাফর ইমামের নাম অপসারণের জোর দাবি জানান তারা।