“জাফরী ইট” দিয়ে তৈরি শাহী মসজিদ দেখতে পর্যটকের ভীড়
- আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সুলতানী মুঘল আমলের স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে পাবনায়। সেই সব নিদর্শনের মধ্যে চাটমোহরের শাহী মসজিদ অন্যতম। কয়েকশ’ বছর পুরনো ঐতিহাসিক নান্দনিক ও সৌন্দর্য্য মন্ডিত তিন গম্বুজ বিশিষ্ট স্থাপত্যের অপূর্ব এক নিদর্শন এই মসজিদ। যা দেখতে সাধারণ মানুষসহ ভিড় জমান দেশী-বিদেশীরা।
সম্রাট আকবরের অধীনস্থ মাসুম খান নিজেকে সুলতান ঘোষণার পর পাবনার চাটমোহরকে রাজধানী বানান। সেই সময় ১৫৮১ খৃষ্টাব্দে চাটমোহরে ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। শিলালিপি দেখে অনুমান করা যায়, সুলতানী মুঘল স্থাপত্যের রীতিতে এই মসজিদটি নির্মিত।
মসজিদটি “ জাফরী ইট ” দিয়ে তৈরি। কারুকার্যতে মুসলিম স্থাপত্যের নিদর্শন বহন করে। বাইরে থেকে মসজিদটি বেশ বড় মনে হলেও ভিতরে মাত্র তিন কাতারে মানুষ নামাজ আদায় করতে পারেন।
মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত, শুক্রবারের জুমা ও দুই ঈদের নামাজ আদায় হয়।
ঐতিহাসিক ও নান্দনিক মসজিদের স্থাপত্য সৌন্দয্য দেখতে প্রতিদিনই ভীড় জমান পর্যটকরা
সুলতানী-মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন শাহী মসজিদ রক্ষণাবেক্ষণে সব সময় কাজ করা উচিত বলে মনে করছে স্থাপত্যবিদরা।