জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলী এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ২ যাত্রী।
পুলিশ জানায়, ভোরে জামালপুর সদর থেকে একটি সিএনজি অটোরিকশা ৪ যাত্রী নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা হয়। সিএনজি অটোরিকশাটি সদর নারিকেলি এলাকায় এসে পৌঁছুলে পিছন দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক- টাঙ্গাইলগামী ওই সিএনজি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মোহাম্মদ মিন্টু মিয়া ও আবুল কালাম আজাদ নিহত হন। এ সময় অপর দুই যাত্রী মোশারফ হোসেন ও আব্দুস সাত্তার গুরুতর আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠায় এবং ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়।