জামালপুর দেওয়ানগঞ্জ দেশি-বিদেশী জাতের আমের বাগান করে আয় কোটি টাকা

- আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১৮১৪ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ অনাবাদি কৃষি জমিতে নতুন উদ্যোক্তারা দেশি ও বিদেশী জাতের আমের বাগান করে বছরে আয় করছে কোটি টাকা। আর এতে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। তবে কৃষি বিভাগ বলছে আম উৎপাদনে পরামর্শ ও প্রশিক্ষণসহ নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত পাররামরামপুর ইউনিয়নের অনাবাদি কৃষি জমিতে আগে আবাদ হতো না কিছুই। পড়ালেখা শেষ করে বেকার বসে না থেকে চাকরির পিছনে না ঘুরে তবে ঐ এলাকার তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান রুমান ৩৫ বিঘা জমির উপর দেশি-বিদেশি প্রায় ৫৮ জাতের আমের আবাদ ও আম গাছের চারা বিক্রি করে বছরে আয় করছে এক কোটি টাকা। দেশি-বিদেশি নানা জাতের আমের চারা উৎপাদন, রোগ বালাই নির্ণয় করা সহ এ জেলার আবহাওয়া মাটির সাথে কোন আমটির আবার ভালো হবে তা নিয়েও এলাকার ছোট বড় নতুন উদ্যোক্তাদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তিনি বলে জানালেন স্থানীয়রা।
কৃষি বিভাগের তদারকি করার পাশাপাশি এলাকার বেকার যুবকদের আম বাগান চাষে উদ্বুদ্ধ করতে পারলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানালেন নতুন এই তরুণ উদ্যোক্তা। আম চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে আমচাসীদের পরামর্শ ও প্রশিক্ষণসহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। অনাবাদী জমিতে আম বাগান করার মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হবে তেমনি আম উৎপাদনকারী জেলা গুলোর মধ্যে জামালপুরের নাম ও অন্তর্ভুক্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা।