জামালপুর শহরে ভয়াবহ যানজটের ভোগান্তি
- আপডেট সময় : ০৬:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
একদিকে নিয়ন্ত্রণহীন ভাবে বেটারী চালিত অটোরিকসার বেপরোয়া চলাচল অপরদিকে প্রধান সড়কের ফুটপাত দখল করে মালামাল উঠানো-নামানোর ফলে জামালপুর শহরের ভয়াবহ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। তবে শিঘ্রই এর সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের।
জামালপুর শহরে যেখানে সর্বোচ্চ ৫শ’ অটোরিকসা চলাচল করতে পারে, সেখানে বেসরকারী হিসেবে গড়ে ৪ হাজার অটোরিকসা চলাচল করছে। এর বেশীর ভাগেরই নেই লাইসেন্স, চালকরাও অদক্ষ। যত্রতত্র রিকশা পার্কিংয়ের ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েছে শহরবাসী।
যানজট নিরসনে শহরের পাশ-দিয়ে বাইপাস সড়ক নির্মাণসহ বংশখালের উপর রাস্তা নির্মাণের দাবি সুশীল সমাজের এই প্রতিনিধির।
আগামী মাসেই লাল ও সবুজ রংয়ের অটোরিকসা চালুসহ ফুটপাত দখল মুক্ত করার কথা জানান পৌর মেয়র।
শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।