জামালপুরে চলছে গ্রামীণ সংস্কৃতি মেলা
- আপডেট সময় : ০৫:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৩১ বার পড়া হয়েছে
জামালপুরে চলছে গ্রামীণ সংস্কৃতি মেলা। সমৃদ্ধ গ্রামীণ জীবনের ঐতিহ্য ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই মেলার আয়োজন। মেলার পাশপাশি রয়েছে লোকজ সংগীত, লাঠিখেলা, পুথি পাঠ, সারি গানসহ নানা আয়োজন।
জামালপুরের মেলান্দহে মুক্তি সংগ্রাম জাদুঘর ও গান্ধী আশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ ও গ্রামীণ সংস্কৃতি মেলা। আকাশ সংস্কৃতির ঘোলাজলে ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি যখন বিলীন হওয়ার পথে, তখন এমন গ্রামীণ মেলা নতুন প্রজন্মকে বাংলার আবহমান সংস্কৃতির সংগে সম্পৃক্ত করতে ব্যাপক ভূমিকা রাখবে। মেলায় লোকসংগীত, লাঠিখেলা, জারি গান, পুঁথি পাঠসহ থাকছে নানা আয়োজন।
সংস্কৃতি চর্চার মাধ্যমে হিংসা-বিদ্বেষ ভুলে সংস্কৃতি বান্ধব হবে আগামীর বাংলাদেশ–এমনইটাই প্রত্যাশা স্থানীয়দের।
আর সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে জঙ্গিবাদ প্রতিরোধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
তিন দিনব্যাপী এই লোকজ মেলা আগামী প্রজন্মের কাছে সংস্কৃতির সমৃদ্ধ ভরা বাংলাদেশ তুলে ধরবে এমন প্রত্যাশা সকলের।