জামালপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ
- আপডেট সময় : ০৯:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
প্রতিপক্ষের হামলায় জামালপুরে দুই ভাই নিহত হয়েছে। এদিকে, যশোরে নৈশপ্রহরী, নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক হত্যা এবং নেত্রকোনায় নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে জামালপুরের দেওয়ানগঞ্জে দুই ভাই হাবিবুর রহমান শেখ ও সোলায়মান হোসেন শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাবিবুরের ছেলে ফকরুল ওই গ্রামের ইমরানের কাছে দুই হাজার টাকা ধার নেন। পাওনা টাকা চাইতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে দু’পক্ষে সংঘর্ষ বেধে যায়। ইমরানের সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে হাবিবুর ও সোলায়মানের বুকে-পেটে এলোপাতারি আঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
যশোরের ঝিকরগাছা সদরের রাজাপট্টিতে ডাকাতির সময় মারা গেছে এক নৈশ প্রহরী। ৪ নৈশ প্রহরীরকে টেপ দিয়ে মুখ পেঁচিয়ে বেঁধে রাখে। এ অবস্থায় মারা যান আব্দুস সামাদ। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। শনিবার গভীর রাতে এক অটো ইলেকট্রিকাল ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। ভোরে সদর উপজেলার পঞ্চবটি মেথর খোলায় এ ঘটনা ঘটে। মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, শেরপুর থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় ছিনতাইকারীরা।
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে প্রায় ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার বিরিশিরি সাগরদীঘি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।