জামালপুরে পলি হাউজে কোকোপিটে উৎপাদিত সবজি চারা জনপ্রিয় হয়ে উঠেছে
- আপডেট সময় : ০৮:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জামালপুরে রাসায়নিক সার ব্যবহার ছাড়া আধুনিক পদ্ধতিতে পলি হাউজে কোকোপিটে উৎপাদিত সবজি চারা জনপ্রিয় হয়ে উঠেছে। ভার্মি কম্পোস্টের মাধ্যমে মাটির বিকল্প কোকোপিটে উৎপাদিত এই সব চারা শতভাগ কার্যকরি হওয়ায় আগাম ফলন পেয়ে লাভবান হচ্ছে স্থানীয় কৃষকেরা।
জামালপুরের বেলটিয়ায় কয়েক একর জমির উপর স্থাপিত বীজ তলায় এবার ৫০ লাখ সবজি চারা উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছেন উদ্যোক্তারা। প্লাস্টিকের ত্রিপলে ঢাকা এ বীজতলার মরিচ, টমেটো, বেগুন, ফুলকপি, ক্যাপসিক্যামসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ লাখ চারা এখন রোপন উপযোগী রয়েছে।
নেট হাউজের মধ্যে কোকোপিটে উৎপাদিত এ চারায় কোন রোগ-বালাইনা থাকায় এসব চারা শক্তিশালী ও শতভাগ কার্যকর। ফলনও হয় অন্তত ২৫দিন আগে।আগাম ফলন পাওয়ার ফলে লাভবান হচ্ছেন কৃষকরা।
প্রতিদিন জেলার বিভিন্ন এলাকার কৃষক এই বীজতলা থেকে প্রতিটি চারা পাচ্ছেন মাত্র ১ থেকে ২ টাকায়। সাশ্রয়ী মূল্যে চারা পেয়ে খুশী চাষীরা জানালেন এর উদ্যোক্তা।
বন্যা বিধ্বস্থ এ জেলার চরাঞ্চলের কৃষকরা ব্যাপক ভাবে সবজি চাষ করে। রাসায়নিক সার ছাড়া শুধুমাত্র ক্যাচো সার দিয়ে মাটির বিকল্প কোকোপিটে উৎপাদিত এসব চারা শত-ভাগ কার্যকরি। ফলে অল্প সময়ে কৃষকদের মধ্যে এ চারার ব্যাপক চাহিদা দেখা দিয়েছে।
বাংলাদেশ এগ্রো কম্পোজিট ইন্ডাষ্ট্রি নামের স্থানীয় একটি সংস্থার কয়েকজন উদ্যোক্তা এই আধুনিক প্রকল্পটি হাতে নিয়েছেন।