জামালপুরে ব্রহ্মপুত্র নদের উপর নেই সেতু; দূর্ভোগে প্রায় ২ লক্ষাধিক মানুষ
- আপডেট সময় : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
জামালপুরে ব্রক্ষ্মপূত্র নদের উপর নান্দিনা-লক্ষিরচর সেতু না থাকায় চরম দূর্ভোগে রয়েছেন এই অঞ্চলের প্রায় ২ লক্ষাধিক মানুষ। আবাদকৃত সবজিসহ মুমূর্ষ রোগী নিয়ে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরে নান্দিনায় যেতে হয় তাদের। খেয়াপাড়াপারের ব্যবস্থা থাকলেও প্রায়ই ঘটে দূর্ঘটনা। তবে স্থানীয় প্রসাশন বলছে খুব শীঘ্রই এই সেতু স্থাপনে ব্যবস্থা নেয়া হবে।
জামালপুর ব্রক্ষ্মপূত্র নদ হয়ে সদরের নান্দিনা বাজার থেকে লক্ষিরচর ও তুলশিরচর হয়ে প্রায় প্রতিদিনিই ২০ হাজার মানুষের যাতায়াত। চরাঞ্চলের উৎপাদিত সবজি ও ফসল বাজারে বিক্রি করতে তাদের অতিরিক্ত ৮ থেকে ১০ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।এই নদের উপর মাত্র ৬০০ মিটার ব্রিজ তৈরি করা হলে নান্দিনার লক্ষিরচর ,তুলশিরচর সহ শেরপুর জেলার প্রায় ২ লক্ষাধিক লোকের যাতায়াত সহজ হতো। এছাড়াও সব সময় খেয়া পাড়াপাড় না থাকায় মুমূর্ষ রোগীকে নিয়ে যেতে ভূগতে হয় চরম ভোগান্তি। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হয়। তাই এই ব্রক্ষ্মপূত্র নদের উপর সেতু নির্মাণের দাবী স্থানীয়দের।
তবে আগামী মাসেই এলজিইডি বাস্তবায়নে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ব্রক্ষ্মপূত্র নদের উপর নান্দিনা লক্ষিরচর ব্রক্ষ্মপূত্র নামে ৬০৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কথা জানালেন জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য।
সব মিলিয়ে দ্রুত এই সেতু বাস্তাবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে সরকার এমনটি প্রত্যাশা সকলের।