জামালপুরে সেতু ব্যবহারের জন্য নেই সংযোগ সড়ক
- আপডেট সময় : ০২:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫১৫ বার পড়া হয়েছে
জামালপুর মেলান্দহের উরমা নদী ও মাদারগঞ্জের হেমড়াবাড়ি খালের উপর দিয়ে নির্মিত সেতু ব্যবহারের জন্য নেই সংযোগ সড়ক। গত বছরের বন্যার পানিতে ভাঙ্গণ ধরেছে সেতুর মাঝ বরাবর। ফলে ঐ দুই উপজেলার ২০ গ্রামের মানুষ আছে দুর্ভোগে। প্রশাসনের পক্ষ থেকে সেতু মেরামত এবং সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেলার মেলান্দহের উরমা নদী ও মাদারগঞ্জের হেমড়াবাড়ি খালের উপর দুটি সেতু নির্মিত হয় ২০১০ সালে। খরচ হয় প্রায় তিন কোটি টাকা। এছাড়া গেলো বন্যায় ভেঙ্গে গেছে সেতু গুলোর মাঝখানে। অন্যদিকে ব্রিজ দুটিতে নেই সংযোগ সড়ক, ফলে সেতু ব্যবহারে দুর্ভোগ চরমে। একারণে আদারভিটা, মুকন্দবাড়ি, কায়েতপাড়া, রুকনাইপাড়া ও খাসীমারাসহ অন্তত ২০ গ্রামের মানুষ প্রতিনিয়ত চলছে অনেক কষ্ট নিয়ে। কৃষিপণ্য আনা নেয়া, ছাত্রছাত্রীসহ সব পেশার মানুষ আছেন দুর্ভোগে। সেতুটি মেরামতে টেন্ডার সম্পন্ন হয়েছেম কাজও খুব শিগগিরই ধরা হবে বলে জানালেন মেলান্দহ উপজেলা চেয়ারম্যান।
সেতুর সংযোগ সড়ক নির্মানের জন্য ইতিমধ্যেই বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ওই অঞ্চলের প্রায় দুই লাখেও বেশি মানুষ এই কষ্ট থেকে মুক্তি পেতে চান।