জামালপুরের হাট বাজার নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোল বিহীন বিড়িতে সয়লাব হয়ে গেছে
- আপডেট সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৭২৬ বার পড়া হয়েছে
জামালপুরের হাট বাজার নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোল বিহীন বিড়িতে সয়লাব হয়ে গেছে। এসব কোম্পানি বিড়ি নীতিমালার তোয়াক্কা না করে বাজারে নকল ও ভুয়া ব্যান্ডরোল ব্যবহার করায় বছরে ৫০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
জামালপুরে ৪৯টি বিড়ি কোম্পানির মধ্যে ৩টির বৈধতা রয়েছে। এসব নাম সর্বস্ব এসব কোম্পানি গ্রামগঞ্জের হাট বাজারে নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোল বিহীন বিড়ি বিক্রি করে যাচ্ছে। প্রতিটি বিড়ির প্যাকেট নূন্যতম ১৪টাকায় বিক্রির জন্য বলা হলেও নামে-বেনামের ভুয়া কোম্পানী নকল ব্যান্ডরোলের বিড়ির প্যাকেট বিক্রি করছে ৭-৮ টাকা করে। পাশাপাশি আইন লঙ্ঘন করে নানা ধরনের প্রনোদনাও দিচ্ছে।
রাজস্ব ফাঁকি দেয়া ব্যবসায়ীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানালেন, এই কাষ্টমস কর্মকর্তা। এসব নকল ব্যান্ডরোল ব্যবহারকারী কোম্পানী ও ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। এ ক্ষেত্রে কোটি কোটি টাকা রাজস্ব আদায়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটি প্রত্যাশা সবার।