জায়েদ খান ও চুন্নুর প্রার্থীতা বাতিলের অভিযোগের বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধরণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদ সদস্য চুন্নুর প্রার্থীতা বাতিলের অভিযোগের বিষয়ে নির্দেশনা চেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছে শিল্পী সমিতির নির্বাচনী আপীল বোর্ড।
চিত্রনায়িকা নিপুণের আবেদন আমলে নিয়ে মংগলবার মন্ত্রণালয়ের নির্দেশনা চায় আপীল বোর্ড। এতে বল হয়, জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়ার পরেও, নির্বাচন কমিশন তা আমলে না নিয়ে চুড়ান্ত ফলাফল ঘোষণা করে। এতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনী আইনের ১০ ধারা লংঘন করা হয়েছে। তাই সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খান ও সদস্য পদে বিজয়ী চুন্নুর ফলাফল বাতিল চেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নির্দেশনা চায় আপীল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান খান।