জার্মানিতে বসবাসের অস্থায়ী অনুমতি পেলেন ৫৪ হাজার অভিবাসী
- আপডেট সময় : ০৯:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১৭৯০ বার পড়া হয়েছে
নতুন আইনের আওতায় প্রায় ৫৪ হাজার অভিবাসী জার্মানিতে বসবাসের অস্থায়ী অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়া এসব অভিবাসীর বসবাসের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না।
গত বছর নতুন নীতিমালাটি পাসের পর থেকে এসব অভিবাসী অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন। এক জরিপে এ তথ্য উঠে এসেছে।অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন জার্মানিতে অবস্থানরত ওই সব বিদেশি, যাদের আশ্রয় আবেদন সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ ছিল অথবা যাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থাকলেও নানা কারণে পাঠানো যাচ্ছিল না।২০২২ সালের ৩১ ডিসেম্বর পাস হওয়া এই অপরচ্যুনিটি রেসিডেন্স অ্যাক্ট নামের আইনটি মূলত পাঁচ বছরের বেশি সময় ধরে যারা জার্মানিতে বসবাস করছেন, তাদের জন্য দেশটিতে বৈধভাবে থাকার পথ সুগম করছে।এ আইনের আওতায় যারা অনুমতি পাওয়ার যোগ্য, তারা পরিবারের সদস্যসহ ১৮ মাসের থাকার অনুমতি পাবেন।এর মধ্যে যারা নিজেদের জীবনযাপনের ব্যয় বহন করতে পারবেন, জার্মান ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে ও নিজেদের অবস্থান বিষয়ে পরিষ্কার উত্তর রয়েছে, তারা এ অস্থায়ী অনুমতি স্থায়ী অনুমতিতে রূপান্তর করতে পারবেন।