জাল জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প তৈরির চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জাল জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প তৈরির চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে রেব। গেলো রাতে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ৫০ লাখ টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করে রেব ।
সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব ৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ। গ্রেফতারকৃতরা হলেন, ফরমান আলী সরকার, তুহিন খান,আশরাফুল ইসলাম ও রাসেল। এসব জাল জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি করে সরকারকে রাজস্ব বঞ্চিত করেছে চক্রটি, আর বিগত ৪ বছরে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। স্ট্যাম্প কেনার সময় বৈধ লাইসেন্সধারী ভ্যান্ডার থেকে কেনার পরামর্শ দেয় রেব। রেব জানায়, ঢাকার অদুরে তৈরি করা হয় জাল জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প।তারপর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো চক্রটি। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া জাল জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধারে কাজ করছে জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসআই।