জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে এ ভর্তিযুদ্ধ। প্রতিদিন মোট পাঁচটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে আগামী ২১শে নভেম্বর পর্যন্ত। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী অঘোষিত পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থবিদ্যা অনুষদের ৭ ও ৮ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৯টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮শ’ ৮৯টি আসনের বিপরীতে অংশগ্রহণ করছে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন প্রার্থী। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ১৬৩ জন।