জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে নিপুণকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করার নির্দেশও দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।
রোববার দুপুরে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে চেম্বার আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান চিত্রনায়িকা নিপুন।
এরপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন দু’পক্ষের আইনজীবীরা।
আইনজীবীদের পাশাপাশি নিপুন ও জায়েদও কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।
গত ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেয় হাইকোর্ট।