জি কে শামীমের ১০ বছর ও তার সাত সহযোগীর ৪ বছর করে কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
বিদেশে অর্থপাচার মামলায় যুবলীগের বহিস্কৃত নেতা ও আলোচিত ঠিকাদার জি কে শামীমের ১০ বছর ও তার সাত সহযোগীর ৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামীদের সম্মিলিতভাবে ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয় আদালত। এ রায়ের মাধ্যমে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান জি কে শামীমের আইনজীবী।
ক্যাসিনোবিরোধী অভিযান চলার সময়, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের অফিসে রেবের হাতে আটক হন তৎকালীন ক্ষমতাধর ঠিকাদার ও যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। উদ্ধার করা হয় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা। জব্দ করা হয় মাদক ও অস্ত্র।
পরদিন গুলশান থানায় বিদেশে অর্থ পাচারসহ তিনটি মামলা করে রেব। ২০২০ সালের ৪ আগস্ট আদালতে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর নামে চার্জশিট দেয় সিআইডি।
চলতি বছর ১৫ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে, ২৫ জুন রায়ের জন্য দিন ধার্য করে আদালত। একদফা পিছিয়ে ১৭ জুলাই রায় ঘোষণা করে আদালত।
রায়ের অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান জিকে শামীমের আইনজীবী।
শামীমের বিরুদ্ধে তিনটি মামলার মধ্যে গত বছর অস্ত্র মামলায় সাত দেহরক্ষী ও তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে এখনও নিস্পত্তি হয়নি মাদকের মামলা।