ইউরোপীয় ইউনিয়নের কাছে জিএসপি প্লাস সুবিধা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৮২১ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়নের কাছে জিএসপি প্লাস সুবিধা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রাসেলসে ইইউর সঙ্গে কয়েকটি চুক্তি সইয়ের পর বিবৃতিতে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সুবিধা দেবে ইউরোপীয় ইউনিয়ন।
এর আগে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বাংলাদেশের বিদ্যুৎ খাতের টেকসই সবুজ পরিবর্তন ও দেশের জলবায়ু প্রশমন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর এবং ৭০ মিলিয়ন ইউরোর সমমূল্যের পাঁচটি অতিরিক্ত সহযোগিতা চালুর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডের লিয়েন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এই চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।