জিম্বাবুয়ে সফরে ১৫ সদস্যের টি- টুয়েন্টি ও ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা
- আপডেট সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানকে টি-টুয়েন্টি অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। বিশ্রামে পাঠানো হয়েছে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে। ১৫ সদস্যের টি- টুয়েন্টি ও ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে।
ছুটি নেয়ায় এই সফরে যাচ্ছেন না অলরাউন্ডার সাকিব। এছাড়া টি-টুয়েন্টি সিরিজে বোর্ডের ইচ্ছায় বিশ্রাম পেয়েছেন দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুশফিক। রিয়াদ না থাকায় জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। এই ফরম্যাটে দীর্ঘ সময় পর সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। চোট কাটিয়ে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তাকে রাখা হয়েছে দুই ফরম্যাটেই । টি-টুয়েন্টিতে না থাকলেও ওয়ানডে স্কোয়াডে আছেন রিয়াদ ও মুশফিক। আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমান ধরবে বাংলাদেশ দল। সেখানে হারারের মাঠে ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।