জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য ফয়সালের আঙুলের নখ উপড়ে ফেলার অভিযোগ
- আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নাটোরে দোকান কর্মচারি ফয়সাল হোসেনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য তার আঙুলের নখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এমরান ও আবির নামের দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে মুক্তিপণ হিসেবে নেয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের কানাইখালী এলাকার মোবাইল ব্যবসায়ী আব্দুস সালামের দোকান কর্মচারী ফয়সালকে গত শনিবার সন্ধ্যায় তুলে নিয়ে যায় যুবলীগ কর্মীরা। এরপর তার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে কানাইখালী এলাকার ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে নিয়ে ফয়সালের বাম হাতের আঙুলের নখ উপড়ে ফেলে। এ অবস্থায় ব্যবসায়ী আব্দুস সালাম তাঁর মোটরসাইকেলটি দিলেও, আরও টাকা দাবি করে। পরে, পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ফয়সাল ও মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রোববার ব্যবসায়ী আব্দুস সালাম বাদী হয়ে মামলা করলে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে।