জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেনঃ মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
৭ই মার্চের আলোচনায় বিএনপি নেতারা স্বীকার করেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন । তবে, ৭ ই মার্চের ভাষণ নিয়ে আওয়ামী লীগের দলীয় চিন্তাভাবনা জাতির কাছে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজনকে মহিমান্বিত করতে গিয়ে আওয়ামী লীগ নতুন প্রজন্মের কাছে ভ্রান্ত ইতিহাস তুলে ধরছে বলেও দাবি করেন তিনি। আর, ৭ই মার্চের ভাষণের স্বাধীনতার কোন ঘোষণা ছিল না বলেও মন্তব্য করেন দলটির অন্য নেতারা। বিকেলে জাতীয় প্রেসক্লাবে ৭ ই মার্চের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা।
বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রথমবারের মতো ৭ মার্চ পালন করলো বিএনপি।এ উপলক্ষে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা।বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের নানা প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি নেতারা বলেন, ৭০ এর নির্বাচনে জয় পাওয়ায় আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে না দেওয়ায় জাতীয় রেসকোর্স ময়দানে এই সমাবেশ করা হয়। সে ভাষণে সংগ্রামের কথা বলা হলেও স্বাধীনতার ঘোষণা পায়নি নিপীড়িত বাঙালী জাতি।
একটি ভাষণের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়নি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সাথে একমত পোষণ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।৭ মার্চের ভাষণে আওয়ামী লীগ একদলীয় চিন্তা ভাবনা জাতির কাছে তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।স্বাধীনতার প্রকৃত প্রত্যাশা পূরণে সবাইকে এক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি’র নেতারা।