জিয়াউর রহমানের আমলে অভাবের তাড়নায় নারীরা পতিতাবৃত্তি করতেন: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
যারা ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন প্রশ্ন তোলেন, তারা রোজার মাসের কষ্টের দিনে মানুষকে সাহায্য করেনি। ইফতার সামগ্রী বিতরণ করেননি। বড় হোটেলে নিজেরা ইফতার করেছে। কিন্তু আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ায়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে ঢাকা-১০ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, যাকাত দান খয়রাত পেতে কিছু মানুষ এই সময়ে ঢাকায় আসে। বিশ্বমন্দা চললেও জিনিসের দাম কমানোর চেষ্টা করে সরকার। সন্ধ্যার পর মানুষ শপিং করে কেউ নিরাপত্তাহীনতায় ভুগছে না। রাজনীতিতে বিরোধিতা করার জন্য বিরোধীরা এসব কথা বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জিয়াউর রহমানের আমলে অভাবের তাড়নায় উত্তরবঙ্গের নারীরা পতিতাবৃত্তি করতে বাধ্য হন বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
বিএনপি’র উদ্ভট কথায় আওয়ামী লীগ কান দেবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ৮০ শতাংশ নেতা নাকি নির্যাতিত। মির্জা ফখরুলকে বলা হয়ে তালিকা প্রকাশ করুন।