জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দেয় জিয়া : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
- আপডেট সময় : ০৬:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতির করার সুযোগ করে দেয়, বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে গিয়ে বিদেশী রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন গৃহায়ন প্রতিমন্ত্রী। এছাড়া জামালপুরে রেলের নতুন কোচ প্রতিস্থাপনের উদ্বোধনের সময় দেশের উন্নয়ন নিয়ে কথা বলেন রেলমন্ত্রী।
খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে সকালে মতবিনিময় সভায় যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ, সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। মন্ত্রী কথা বলেন, বিএনপি’র চেয়ারপার্সন ও তার ছেলের দুর্নীতির বিষয়ে। তিনি মন্তব্য করেন, এই দুই নেতার সাজা সমাজে দুর্নীতির বিরুদ্ধে বার্তা পৌঁছে দিচ্ছে।
১৭ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি এবং ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি, সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে যাবেন। মহান ২৬ মার্চ এবং এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। দুপুরে এই কার্যক্রম দেখতে গিয়ে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সাংবাদিকদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন।
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করেছে বলে মন্তব্য করেছেন, রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ট্রেনের নতুন কোচ প্রতিস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
দেওয়ানগঞ্জ স্টেশনে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক, ধর্মপ্রতিমন্ত্রী, এমপি মির্জা আজম, ও ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।