জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত অবৈধ ও কর্তৃত্ব বহির্ভূত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল- জামুকা’র সিদ্ধান্ত অবৈধ ও কর্তৃত্ব বহির্ভূত বলে জানিয়েছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী নেতারা।
দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বাধীনতার ৫০ বছর পর বীর মুক্তিযোদ্ধাদের খেতাব বাতিলের সিদ্ধান্ত খুবই উদ্বেগের এবং দুঃখজনক। আইনজীবী নেতারা বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পরিকল্পনা, যুদ্ধকৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁকে হেয় করা- মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনা পরিপন্থী এবং জাতির জন্য কলঙ্কজনক। অবিলম্বে এমন সিদ্ধান্ত বাতিলের দাবি জানান আইনজীবী নেতারা।