জীবন ও জীবিকার প্রয়োজনে ভারসাম্যমূলক পদক্ষেপ নেয়ার বিকল্প নেই
- আপডেট সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলক পদক্ষেপ নেয়ার বিকল্প নেই বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় সময়ের চাহিদার সাথে সংগতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবীদার। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় জনগণের পাশে আছে আওয়ামী লীগ।
সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কথা বলেন, চলমান করোনা সংকট নিয়ে।
এ সময় তিনি বলেন, করোনা পরবর্তী অর্থনীতি চাঙ্গা রাখতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার।
ওবায়দুল কাদের বলেন, ঈদকে সামনে রেখে পুলিশকে ফাঁকি দিয়ে অনেকে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন যা করোনা সংক্রমনের ঝুঁকি বাড়াচ্ছে।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। কুষ্টিয়া সদর উপজেলায় করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ্য অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।