জীবন-জীবিকা রক্ষায় ৬ লাখ ৩ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মানুষের জীবন-জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের জন্য ৭.২ শতাংশ প্রবৃদ্ধি ধরে জাতীয় সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পেশ করে জানান, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন ও কর্মসংস্থান রক্ষা এবং দেশি বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেট ৬১ হাজার কোটি টাকা বেশি- যা জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। বাজেটের ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ হিসেবে ২ লাখ ১৫ হাজার কোটি টাকা দেশী-বিদেশী উৎস থেকে ঋণ করে মেটানো হবে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাজেট অধিবেশনে যোগ দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে করোনাকালের দ্বিতীয় বাজেট প্রস্তাবনায় এবারও ছিল প্রযুক্তির ব্যবহার, অডিও ভিজুয়াল উপস্থাপনা।
২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট তুলে ধরেন অর্থমন্ত্রী । গত অর্থবছরে তুলনায় যা ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।
যার মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। গতবারের তুলনায় যা দশমিক ২ শতাংশ বেশি।
বর্তমান সরকারের টানা ১৩ তম এই বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা। অভ্যন্তরীণ খাতের মধ্যে ব্যাংক থেকে সরকার ঋণ নেবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। জাতীয় সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি ও অন্যান্য খাত থেকে নেওয়া হবে পাঁচ হাজার এক কোটি টাকা। আর বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকা।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, এডিপির ব্যয় ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। যারমধ্যে প্রকল্পের সংখ্যা ১ হাজার ৫১৫টি । নতুন অর্থবছরে এডিপি বাস্তবায়নে সিংহ ভাগ বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় , রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগসহ ১০টি বিভাগ।
সরকারের ব্যয়ের জন্য আগামী ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। মোট রাজস্ব ও বৈদেশিক অনুদানের পরিমাণ মিলিয়ে আয় হবে ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। এর মধ্যে কর বাবদ আদায় হবে ৩ লাখ ৪৬ হাজার কোটি । এনবিআর নিয়ন্ত্রিত করের পরিমাণ ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। বৈদেশিক সহায়তা বাবদ পাওয়া যাবে ৩ হাজার ৪৯০ কোটি টাকা।
আগামী অর্থবছরে বরাদ্দের ক্ষেত্রে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে সংসদকে জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ অর্থনীতিকে চাঙ্গা করতে থাকছে বিশেষ প্রণোদনা । মানুষের জীবনমান উন্নত করতে সরকারের ধারাবাহিক পদক্ষেপ এই বাজেটেও প্রতিফলিত হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।