বছরের পর বছর কমছে জুম চাষ,ভাল নেই জুমিয়ারা
- আপডেট সময় : ০৫:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৯৮৮ বার পড়া হয়েছে
বছরের পর বছর কমছে জুম চাষের পরিমান। প্রতি বছর এই সময় এলে খুশি থাকেন জুমিয়ারা। কারণ জুমের নতুন ধান ঘরে উঠে, সাথে তিল,মারফা, আদা,হলুদসহ নানান জাতের সাথী ফসল থেকেও লাভের মুখ দেখেন তারা। কিন্তু এ বছর সেই খুশি নেই জুমিয়াদের। কারণ বিরূপ আবহাওয়া নানা কারনে এ বছর জুমের ফলন ভালো হয়নি।
চলতি বছর খাগড়াছড়ি জেলায় ১ হাজার ৫৯ হেক্টর জমিতে জুম চাষ করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ৭২০ হেক্টর কম। চাষ করতে যুগ যুগ ধরে উচু পাহাড়ে বসবাস করা জুমিয়া পরিবার। পাহাড়ি এলাকায় ধানের পাশাপাশি একই সময়ে একই জমিতে আদা-হলুদ, তিল, ভূট্টাসহ নানান সবজী চাষ হয়ে থাকে। প্রকৃতির বিরূপ প্রভাবের কারনে জুম চাষ ভালো হয়নি বলে জানিয়েছেন জুম চাষীরা।
যা অল্প-স্বল্প ধান হয়েছে-তাও পাখির জন্য রাখা মুশকিল। পালাক্রমে পাহারা দিচ্ছেন পাখি তাড়াতে।
জুম চাষীদের ধান কম হওয়ার ক্ষতি মিটিয়ে নিতে আদা-হলুদ ও বিভিন্ন সবজির উপর গুরুত্ব দেয়ার পরামর্শ কৃষি কর্মকর্তার।
পাহাড়ের ঐতিহ্যবাহী এই চাষাবাদ পরিবেশ অক্ষুন্ন রেখে সংরক্ষন করার দাবী জুম চাষীসহ কৃষি বিশেষজ্ঞদের।