জুমার পর রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গণমিছিল
- আপডেট সময় : ০৪:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনে নিরহ শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময়ে এই হত্যার দায় স্বীকার করে সরকারের পদত্যাগ করার দাবি জানান তারা।
এই প্রতিবাদ বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে রক্তমাখা কফিন সাজিয়ে সংস্কৃতিক সমাবেশ করেন তারা। যৌক্তিক আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যার এভাবেই প্রতিবাদ জানান তারা। এর আগের সকাল ১১টায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বাংলামোটর প্লানার্স টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করে নগর পরিকল্পনাবিদরা।
ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু দন্ত করে দায়ীদের বিচারের দাবিও জানান তারা। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন চিকিৎসকরা। এতে বিভিন্ন মেডিকেলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ জানান। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করে বাংলাদেশ কওমি মাদরাসা ছাত্র ঐক্য এসময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদ ও সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি পল্টন, মৎসভবন হয়ে শাহবাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর সেখানে কিছু সময় অবস্থান নিয়ে তারা আবার বাইতুলমোকাররমের চলে যায়।