জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পাস করেছে ২২ লাখ ৯৭ হাজার ২৭১ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ লাখ ৯৭ হাজার ২৭১ জন। পাসের হার ৮৭ দশমিক নয় শূন্য শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী।
এবার পাসের হার ও জিপিএ ফাইভ বেড়েছে। তবে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।গেল বছর পাসের হার ছিল ৮৫ দশমিক আট তিন শতাংশ। এই হিসেবে গতবারের চেয়ে এবার বেড়েছে ২ দশমিক শূন্য সাত শতাংশ। এছাড়া গত বছর জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৫ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন। এবছর মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।