জেএসসি ও জেডিসি পরীক্ষায় এ বছর পাসের হার বেড়েছে

- আপডেট সময় : ০৭:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষায় এ বছর পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এ বছর পাসের হার ৮৭ দশমিক নয় শূন্য। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক নয় তিন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী। দুপুরে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ১০।আর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন। দুপুরে বোর্ডের সভা কক্ষে ফলাফল ঘোষণা করেন, শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দেবাশীষ রঞ্জন রায়। তিনি জানান, এই বোর্ডে পাস করেছে দুই লাখ ৪২ হাজার ৯৬৪জন।
যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৯১ দশমিক শূণ্য ৮। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন। দুপুরে যশোর প্রেসক্লাবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এবার ২ লাখ ৩৩ হাজার ৮২৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৬ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডে জেএসসিতে পাশের হার ৮৩ দশমিক নয় দুই। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৬৫ জন। এবারে এই বোর্ড থেকে ২ লাখ ৬৮ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। পাশ করেছে ২ লাখ ১৯ হাজার ৮১৫ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫। শতভাগ পাস করেছে ৭৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এ বোর্ডের ছয় জেলার একটি বিদ্যালয়েও শতভাগ ফেল করার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
কুমিল্লা শিক্ষাবোর্ডে জেএসসিতে পাশের হার ৮৮ দশমিক ৮। জিপিএ-৫ পেয়েছে ৬১৩১জন। এবার ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন জেএসসি পরীক্ষায় অংশ নেয়। পাশ করে ২লাখ ৪০হাজার ৬২২জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক দুই এক। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন। দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম ফল ঘোষণা করেন। এই বোর্ডের অধিনে ১ লাখ ৬১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪০ হাজার ৭১৭ জন।