জেলা হাসপাতালে বেড না পেয়ে ঢাকায় ছুটে আসায় বাড়তি চাপে ভোগান্তি চরমে
- আপডেট সময় : ০৭:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা মহামারির ভয়াবহ সময় পার করছে বাংলাদেশ। জেলা শহরের হাসপাতালে বেড ফাঁকা নেই, চিকিৎসা পেতে মানুষ ঢাকার বাইরে থেকে ছুটে আসছেন রাজধানীর হাসপাতালগুলোতে। বাড়তি রোগীর চাপে হাসপাতালে ভর্তিতেও পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। সরকারী হাসপাতালেও দেখা দিয়েছে আইসিইউ সংকট। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ঈদুল আযহার কোরবানির পশুর হাটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে, পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
ফুসফুসের জটিলতা নিয়ে ষাটোর্ধ সুলতান মাঝি গাজীপুর থেকে এসেছেন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। ঘন্টা তিনেক অপেক্ষা করেও তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি সন্তানরা।
ফুসফুসের ৬৫ শতাংশ জটিলতা নিয়ে ভর্তি হতে এসেছেন হাজী সাহাবউদ্দিন। এমন গুরুতর অবস্থা নিয়ে অনেকেই আসছেন ।
দেশে করোনা শনাক্তের হার প্রতিদিনই বাড়ছে। রেকর্ড ভাঙছে মৃত্যুর সংখ্যাও। আক্রান্ত আর মৃত্যুর নতুন সমীকরণে বাড়ছে আশংকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভিন্ন হাসপাতালে ভর্তি কোভিড রোগীদের অর্ধেকই গ্রামের বাসিন্দা। জেলা শহরে হাসপাতালের সিট সংকটের পাশাপাশি রয়েছে অক্সিজেনের অভাব । আর এ কারণে অনেকেই হচ্ছেন রাজধানীমুখি।
রাজধানীর ডিএনসিসি হাসপাতাল ছাড়া রাজধানীর অন্য কোন সরকারী হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। এভাবে চলতে থাকলে কঠিন সংকটের শঙ্কায় এই পরিচালক।
কোরবানির পশুর হাটে, স্বাস্থ্যবিধি মেনে না চললে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি সংক্রমণ ঠেকাতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ তার।