জোড়া-তালি দিয়েও ঠিকমত চলছে না সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম
- আপডেট সময় : ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১৮১৭ বার পড়া হয়েছে
জোড়া-তালি দিয়েও ঠিকমত চালানো যাচ্ছে না ঝিনাইদহের সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছে সেবা প্রত্যাশীরা। দিনের পর দিন জমি রেজিস্ট্রি না করতে পারায় জমি ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তির পাশাপাশি সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তাই দ্রুত এ সমস্যা সমাধানে সাব-রেজিস্ট্রার পদায়নের দাবী সেবা প্রত্যাশীসহ সংশ্লিষ্টদের।
মহেশপুর উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা বদলি হওয়ার কারণে বিভিন্ন গ্রামের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ২০ থেকে ২৫ কিলোমিটার দুর থেকে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। গত প্রায় ২ মাস সাব রেজিস্ট্রার না থাকার কারণে জমি রেজিস্ট্রি হচ্ছে না ঠিক মত। একই অবস্থায় জেলার পার্শবর্তী উপজেলা কোটচাঁদপুর ও শৈলকুপার।
ওই দুই উপজেলাতেও সাব-রেজিস্টার না থাকার কারণে সেখানেও জমি ঠিক মত রেজিস্ট্রি হচ্ছে-না। ৩ জন সাব-রেজিস্টারকে পালাক্রমে ৬ উপজেলার দ্বায়িত্ব দেয়া হলেও তারা যাচ্ছেন না ঠিক মত।
নতুন কর্মকর্তা পদায়নের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা রেজিস্ট্রার।
মহেশপুর উপজেলায় গত ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছিলো ১ কোটি ৩০ লাখ টাকা। কর্মকর্তা বদলি হওয়ার পর জানুয়ারি মাসে রাজস্ব এসে দাঁড়িয়েছে ৭৮ লাখ টাকায়।