জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়াতে পারে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম আরও এক দফা বাড়াতে পারে সরকার। এমন আভাস দিয়েছেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট- বিপিএমআই এক সেমিনারে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে গ্রাহকেরা চাপে পড়ুক, এটাও সরকার চায় না। বর্ধিত দাম যেন সবার জন্য সহনীয় পর্যায়ে থাকে, সরকার এ নিয়ে কাজ করছে। সরকার চায় দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন করতে। পায়রা বন্দর শুধু একটা বন্দর নয়, পায়রাকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ চলছে। ওই অঞ্চলের চেহারা বদলে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য সারাদেশে কানেকটিভিটি দরকার। সে লক্ষ্যেই কাজ করছে সরকার।