ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো নিয়ে চলছে পর্যালোচনা
- আপডেট সময় : ০১:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জ্বালানি তেল আমদানিতে ৫ শতাংশ টেক্স কমানোর ঘোষণা হলেও ভোক্তা পর্যায় দাম কমবে কিনা তা নিয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান এ বি এম আজাদ।
দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চেয়ারম্যান বলেন, যে টাকা দিয়ে ডিজাইন আমদানি করা হচ্ছে তাতে এখনো নয় টাকার উপরে ভর্তুকি দিচ্ছে বিপিসিএল।
রাশিয়া থেকে লুবরিকেন্টসহ জ্বালানি তেল আমদানির বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও ভোক্তা অধিকার অভিযানসহ পেট্রোল পাম্প মালিকদের পাঁচ দফা দাবি আন্তঃমন্ত্রণালয় বৈঠক কবে সমাধান করা হবে বলেও জানান, বিপিসির চেয়ারম্যান।
এদিকে, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির সাথে সমন্বয় করে ট্রাক ভাড়া বৃদ্ধির দাবিতে সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ বন্দরে দ্বিতীয় দিনের মত ট্রাক মালিক সমিতির কর্মবিরতি চলছে।
সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির ডাকে এই কর্মবিরতি শুরু হয় গতকাল সকালে।
সমিতির নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডাল, ডিমসহ সব পণ্যের দাম বেড়েছে। বাস ভাড়া বৃদ্ধি হয়েছে, অন্যান্য ভাড়াও বেড়েছে। কিন্তু বাড়েনি ট্রাক পরিবহন ভাড়া। তাই অতিদ্রুত ট্রাকের ভাড়া বৃদ্ধির দাবি জানান তারা।