জ্বালানি তেলের নামমাত্র দাম কমানোর প্রভাব নেই বাজারে
- আপডেট সময় : ০৯:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৯০ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম ৫ টাকা কমার পর মাত্র ৫ পয়সা ভাড়া কমানোয় ক্ষুব্ধ যাত্রীরা। তারা বলছেন, এটা যাত্রীদের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না। আর পরিবহন শ্রমিকরা বলছেন, ৫ পয়সা হিসেবের সুযোগ না থাকায়, আগের নির্ধারিত হারেই ভাড়া আদায় হচ্ছে।
জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে জীবন ও জীবিকার সবক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খাওয়া এক নারী এভাবে ক্ষোভ জানান।
জ্বালানীর দাম সমন্বয়ে ৫ টাকা কমানোর পর সরকার বিআরটিএ’কে পরিবহন ভাড়া কমানোর নির্দেশ দেয়। গত ৩১ আগস্ট কিলোমিটার প্রতি ৫ পয়সা বাসভাড়া কমানো হলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান যাত্রীরা।
পরিবহন শ্রমিকরা বলছেন, ৫ পয়সা লেনদেনে সুযোগ না থাকায় আগের ভাড়ায় আদায়ের কথা জানান তারা।
ভাড়া কমানোর হার এতো কম যে এটা বাস্তবায়ন সম্ভব না। পাশাপাশি রাজধানীতে এ ভাড়া কোনভাবেই কার্যকর করার সুযোগ নেই বলে জানালেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
এদিকে, রাজধানী কলাবাগানে বাসে উঠে যাত্রীদের চার্ট অনুযায়ী ভাড়া দেওয়ার নির্দেশনা দেয় বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত।
তবে ভাড়ার নতুন চার্টের বিষয়ে মাথাব্যাথা নেই বিআরটিএ’র। পুরাতন চার্টেই সন্তুষ্ট তারা।