জ্বালানি সংকটের কারণে দেশে ৫৮টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
জ্বালানি সংকটের কারণে দেশে এ মুহূর্তে ৫৮টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ। এছাড়া কারিগরি সমস্যায় ৩১টি এবং রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ আছে ১৫টি বিদ্যুৎকেন্দ্র।
ফলে লোডশেডিং আরো বাড়ার আশংকা করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছে ৯/১০ হাজার মেগাওয়াটে। এদিকে কয়লা সংকটে বন্ধ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো। ৩ দিন ধরে পায়রার একটি ইউনিট বন্ধ। আগামী ৩ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদনও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে আরো প্রায় সাড়ে ১২শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। এতে লোডশেডিং আরো বাড়ার আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলছেন, মূলত ডলার সংকটের কারণে কয়লা ও প্রয়োজনীয় অন্যান্য জ্বালানি আমদানি করা যাচ্ছে না। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে।