জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের দাম যেন লাগামহীন
- আপডেট সময় : ০১:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের দাম যেন লাগামহীন। ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, ৮ মাসের ব্যবধানে ফের তেলের রেকর্ড পরিমাণ মূল্য বাড়ায় চাল, ডালসহ প্রতিটি পণ্যের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। অন্যদিকে বরাবরের মত বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতি এবং পণ্য পরিবহনের বাড়তি খরচে দাম বাড়ছে।
সম্প্রতি জ্বালানী তেলের মূল্য ৫১ শতাংশের বেশী বৃদ্ধির প্রভাবে অস্থির নিত্যপণ্যের বাজার।
রাজধানীর কারওয়ানবাজারে চাল কেজি প্রতি বেড়েছে ২ থেকে তিন টাকা । আর বস্তা প্রতি বেশি গুণতে হচ্ছে ৩শো থেকে ৪ শো টাকা পর্যন্ত।
ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও বেড়েছে নিত্যপণ্যের দাম। ফলে পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তারা ।
জ্বালানি তেলে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সবজি, মাছ, মাংসসহ অন্যন্যা পণ্যে। সব ধরনের সবজি কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা।
পণ্য পরিবহনের খরচ বাড়ায় আগের দামে বিক্রি সম্ভব হচ্ছে না বলে জানান বিক্রেতারা।
বাজার মনিটরিংসহ সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে, এমনটাই প্রত্যাশা নিম্ন ও মধ্যবিত্তরা।