জ্বীনের বাদশা সেজে নারীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- আপডেট সময় : ০১:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
কথিত জ্বীনের বাদশা সেজে দীর্ঘদিন ধরে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় অসহায় নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কখনো ধর্মের ভয়, কখনো পিতলের তৈরি পুতুলকে গুপ্তধন দেখিয়ে এই সব কর্মকাণ্ড করে আসছে তারা। সম্প্রতি এমন এক চক্রকে গ্রেফতারের পর বেরিয়ে আসে এ কাহিনী।
দিনে টার্গেটের পর প্রতারক কথিত জ্বীনের বাদশা সাদ্দাম আলী গভীর রাতে এভাবেই কথা বলছেন ফোনে থাকা অন্যপ্রান্তে এক নারীর সাথে। শুরুতে নামাজ, ইসলাম ধর্মসহ বিভিন্ন বিষয় নিয়ে মন গলাতে চেষ্টা করে।
এরপর সুযোগ মত খপ্পরে ফেলে বিভিন্ন কায়দায় হাতিয়ে নেয় নগদ অর্থ, স্বর্ণ অলংকারসহ নানা জিনিস। সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি গ্রামের আকলিমা বেগমের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় কথিত জ্বীনের বাদশা চক্রটি।
আকলিমার মত অনেক পরিবার নিঃস্ব হয়েছে এই চক্রের কাছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে টার্গেট করে তাদের সহায়সম্বল লুট করে নেয় তারা। সম্প্রতি জেলা পুলিশ এমন এক চক্রকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দোষীদের দ্রুত বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।
বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে চক্রের মুলহোতা সাদ্দাম আলীকে গ্রেফতার করা হয়। বাকীদের গ্রেফতারের অভিযান চলছে। তবে এক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারীদের, কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার।
জেলার সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলায় কথিত জ্বীনের বাদশার আনাগোনা দেখা যায়। এসব প্রতারণার ঘটনায় গত এক বছরে ২০টির অধিক মামলা হয়েছে।