জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে টাইগাররা।
এর আগে হোবার্টে টস হেরে ব্যাট করতে নেমে দারুন শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতে আসে ৪৩ রান। তবে, ওই দুই ওপেনার ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংস বড় করার আগেই ফিরে যান লিটন, সাকিব ও ইয়াসির আলি। তবে, সেখান থেকে দলের হাল ধরেন আফিফ হসেন। ২৭ বলে ৩৮ রান আসে আফিফের ব্যাট থেকে। আর ১৮ বলে ১৩ রান করেন নুরুল হাসান সোহান। শেষ দিকে মোসাদ্দেক সৈকতের ১২ বলে ২০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত গতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। এক পাশ আগলে রেখে একাই দলকে এগিয়ে নিয়ে যান কোলিন অ্যাকারম্যান। তবে, ৪৮ বলে ৬২ রানে থামে তার ইনিংস। আর ১৩৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।