‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। জাতীয় দিবসগুলোর পাশাপাশি, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি এবং কর্মকর্তারা বক্তব্য শেষ করে এবং স্কুলের অ্যাসেম্বলী শেষে জয় বাংলা শ্লোগান উচ্চারণে, যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশও দেয় উচ্চ আদালত। আইনজীবীরা বলেন, হাইকোর্টের এই রায় ঐতিহাসিক, যা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে শ্লোগান মুক্তিযোদ্ধাদের অমিত সাহস জোগায়, যে শ্লোগানে বলিয়ান হয়ে মৃত্যু ভীতিকে উপেক্ষা করে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেন, সেই শ্লোগানই ছিল জয় বাংলা।
তবে স্বাধীনতার রজত জয়ন্তী ঘনিয়ে এলেও, আজো রাষ্ট্রীয় শ্লোগানের স্বীকৃতি পায়নি জয় বাংলা। এমন পরিস্থিতিতে ২০১৭-র ৪ ডিসেম্বর জয় বাংলাকে রাষ্ট্রীয় শ্লোগান হিসেবে স্বীকৃতির দাবিতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।
মঙ্গলবার সেই রিট নিষ্পত্তি করে ইতিবাচক সিদ্ধান্ত দিলে বিজয় চিহ্ন দেখান আইনজীবীরা। রিটকারি জানান, হাইকোর্টের সিদ্ধান্ত।
উচ্চ আদালতের এই রায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়তা করবে। এমন মত দেন সাবেক এই আইনমন্ত্রী।
রায়ে হাইকোর্টের দেয়া ৩টি নির্দেশনা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল।
৩ মাসের মধ্যে আদেশের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশও দেয় হাইকোর্ট।