ঝাঁপা বাওড়ের ভাসমান সেতুটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র
- আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
নির্মাণ শৈলির কারণে যশোরের রাজগঞ্জ বাওড়ের ভাসমান সেতুটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। স্থানীয় ৯টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ কমাতে সেতুটি নির্মাণ করা হয়েছিল। পর্যটকের কারণে রোজগারের কপাল খুলছে অনেকের।
যশোর মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাওড়। দুই পাশে বসবাস করে ঝাঁপা, বালিয়াডাঙ্গা, ডুমুরখালিসহ ৯ গ্রামে বসবাসরত প্রায় ১৭ হাজার মানুষ। তাদের পারাপারের জন্য ড্রাম, লোহার অ্যাঙ্গেল ও শিট দিয়ে তৈরি ১ হাজার ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয়।
স্থানীয় একটি স্বেছাসেবী সংস্থার ৬০ জন সদস্যের জমানো টাকায় নির্মিত ভাসমান সেতু দেখতে আগ্রহ বাড়ে সবার। ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তের দর্শনাথীরা।
আগত বিনোদন প্রেমীদের কেন্দ্র করে বাওড়ের পাশে গড়ে উঠেছে ছোট ছোট দোকান। মনোরম পরিবেশের বিশাল আকৃতির ঝাঁপা বাওড় ঘুরতে চালু হয়েছে ট্রলার ও নৌকা।
সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য টোল আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ এই বাওড়কে পর্যটন স্পট হিসেবে গড়তে প্রয়োজন সরকারী- বেসরকারী সহযোগিতা।
সেতুটি নির্মাণে ৮শ’ টি প্লাস্টিকের ড্রাম, ৮শ’ মণ লোহার অ্যাঙ্গেল ও ২৫০টি লোহার শিট ব্যবহার করা হয়েছে।