ঝালকাঠিতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে নির্যাতনের অভিযোগে শহর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতিত নারী পারভিন আক্তার। দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এ এই মামলা করেন তিনি।
জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাশাপশি বাদীর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেন বিচারক। মামলার বিবরণে জানা যায়, স্বামী বোরহানউদ্দিনের তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর ভাই আনিসুর রহমান তাপু পারভীনকে তুলে নেয়ার পরিকল্পনা করে। তিনি শহর বিএনপির সাধারণ সম্পাদক। এ কাজে তাপুকে সহযোগিতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা। তাপু-মৌসুমিসহ তাদের ১০ জনের একটি দল গত ৩০ আগস্ট সন্ধ্যায় পারভীনের বাসায় ঢুকে মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করে এবং চুল কেটে দেয়।