ঝালকাঠিতে হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব
- আপডেট সময় : ০৭:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি হয়েছে শতাধিক। এছাড়া, দুটি উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ ১৭টি কমিউনিটি ও প্রাইভেট ক্লিনিকে ৫ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে। এদিকে, পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় জেলার সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৩ জন ডায়রিয়া রোগী। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে বেড না পেয়ে জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে অনেকে। জনবল সংকটে রোগী সামলাতে হিমশিম খাচ্ছে কাঠালিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। ওর্য়াড ও করিডোরের মেঝেসহ হাসপাতালের সিঁড়িতে ঠাঁই নিতে বাধ্য হয়েছে অনেক রোগী।
হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। স্থানীয় বাজারেও স্যালাইন পাওয়া যাচ্ছে না। আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। মার্চের মাঝামাঝি থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়লেও, গত ২৪ ঘণ্টায় আশঙ্কাজনকহারে বেড়েছে।
পটুয়াখালীতেও বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত সাড়ে তিন মাসে রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজসহ উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে তারা।
হঠাৎ করে জেলায় ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারন খুঁজতে, ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানান, জেলা প্রশাসক।