ঝালকাঠির ছইলার চর এখন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি
- আপডেট সময় : ০৫:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৮৫৮ বার পড়া হয়েছে
ঝালকাঠির দক্ষিণে অবস্থিত কাঁঠালিয়ার বিশখালি নদীর তীরে জেগে ওঠা ছইলার চর এখন পরিণত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে। দেখা দিয়েছে পর্যটনের বিপুল সম্ভাবনা। নয়নাভিরাম এই চরে প্রতিদিন ভীড় করছেন অসংখ্য মানুষ। স্থানীয় প্রশাসন ছইলার চরটি আরো আকর্ষণীয় করে তুলতে শুরু করেছে বিশাল কর্মযজ্ঞ। পর্যটন কর্পোরেশনের সহযোগিতা এটি হয়ে উঠতে পারে আরও একটি বড় পর্যটন কেন্দ্র।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়ায় বিশখালি নদীতে এক যুগেরও আগে ৪১ একর জমি নিয়ে জেগে ওঠে এক বিশাল চর। যা এখন ৬১টি একরে পরিণত হয়েছে। যেখানে প্রাকৃতিক ভাবে জন্ম নেয়া ছইলা গাছ থেকে চরটি পরিচিতি পেয়েছে ‘ছইলার চর’ নামে।
সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যাবস্থার কারণে সারা বছরই এই চরে থাকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা।
ইতোমধ্যে পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করতে পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দেয়ার কথা জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ছইলার চরে পর্যটকদের সুবিধার্থে পর্যটন এলাকা গড়ে তুলতে প্রশাসনের সহযোগীতার দাবি জানান সংশ্লিষ্টরা।