ঝালকাঠির মাঝ নদীতে লঞ্চে আগুন লেগে ৪১ জন নিহত
- আপডেট সময় : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
শীতে নতুন রূপে সেজেছে পার্বত্য জেলা রাঙামাটি। পর্যটকদের কাছে ডাকছে হ্রদ-পাহাড়ের এ জনপদ। প্রতিদিন দলে দলে মানুষ পাহাড়ি এ জেলায় ছুটে আসছে। সাজেক ভ্যালী, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই হ্রদ পর্যটকদের পদচারনায় মুখরিত। এতে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা।
সারা বছরই সুন্দর পাহাড় কণ্যা রাঙামাটি। এরপরও মৌসুম ভেদে নতুন রূপে সাজে এ জেলার প্রকৃতি। এর বেশিরভাগই দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে ঘেরা। হ্রদ বয়ে গেছে ঘন সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে। শান্ত জলে নৌ-ভ্রমন পর্যটকদের অন্যতম আকর্ষন। কুয়াশায় ভেজা সবুজ পাহাড় ছুঁয়ে থাকে মেঘ। পাহাড় বেয়ে আসা ছোট বড় ঝর্ণাধারা আর ঝিরি মিলে মিশে নেমেছে হ্রদে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নিত্য জীবনধারা যেন এক স্বর্গীয় ছবি। এমন দৃশ্য ভ্রমন পিপাসু মানুষের মন কেড়ে নিয়েছে।
পর্যটকের পদচারনায় জেলার সব স্পট এখন মুখরিত। চাঙ্গা হয়ে উঠেছে করোনার কারণে দুই বছর ঝিমিয়ে থাকা ব্যবসা। এই মৌসুমে ক্ষতি পুষিয়ে নেবার আশা করছে ব্যবসায়ীরা।
পর্যটকদের সব ধরনের সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, সংশ্লিষ্টরা।
আবাসন, যোগাযোগসহ আরো সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন পর্যটকরা।