ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণে নিহত-১ ও দগ্ধ-৭ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে সুকানী কামরুল ইসলাম নিহত ও ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে।
স্থানীয়রা জানায়, সকালে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই রুমে আগুন ধরে যায়। এতে জাহাজের ৮ জন শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে সুকানী কামরুল ইসলাম ঘটনা স্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।