ঝিনাইদহ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই’জন নিহত
- আপডেট সময় : ১২:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই’জন নিহত হয়েছে।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার আড়–য়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাজু গুরুতর আহত হলে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়।
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সাদভী নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঢাকা থেকে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামে যাচ্ছিল সাদভী। ফেরিতে পদ্মা পাড় হয়ে কাঁঠালবাড়ী ঘাট থেকে পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে পাঁচ্চর গোল চত্বরের কাছে আসলে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে গোলচত্বরে গিয়ে আঘাত হানে।