ঝিনাইদহ সদর হাসপাতালের লিফট বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছে রোগীরা
- আপডেট সময় : ১০:৪৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর হাসপাতালের লিফট বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছে রোগী ও স্বজনরা। আইসিইউ ইউনিট নির্মাণের কাজ চলমান থাকায় লিফট বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। ভোগান্তির কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দুর্ভোগ হলেও তাদের কিছু করার নেই। তবে দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রোগী ও স্বজনদের।
জেলার একমাত্র ২৫০ শয্যা বিশিষ্ট ৮ তলা সদর হাসপাতাল। যেখানে প্রতিদিন ৪’শ থেকে ৫’শ রোগী সেবা নিতে আসেন। আর হাসপাতলে ভর্তি থাকে প্রায় ৩শ’র অধিক রোগী। রোগী ও স্বজনদের চিকিৎসা সেবা গ্রহনে দিনে বেশ কয়েকবার ৮তলা ভবনটির বিভিন্ন তলায় উঠা নামা করতে হয়। কিন্তু ৯ তলায় আইসিইউ ইউনিট নির্মাণ কাজের জন্য বর্তমানে বন্ধ রয়েছে লিফট। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের।
লিফট বন্ধ থাকায় অসুস্থ রোগীরা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। দ্রুত ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।
রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন লিফটের বিপরীতে সিঁড়ির বিকল্প কিছুই নেই। কাজ শেষ না হওয়া পর্যন্ত সেবা নিতে হবে।
আরো ১ মাস বন্ধ থাকবে লিফটের সেবা।