ঝিনাইদহে অগ্নিকান্ডে মৃত্যু ১ , দগ্ধ ২

- আপডেট সময় : ০৭:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু, দগ্ধ ২ এবং গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি ঘর পুড়ে ছাই হয়েছে।
ঝিনাইদহে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।দুপুরে জেলার শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নাকোইল গ্রামের স্বপন জোয়ারদারের স্ত্রী টুকটুকি বেগম ও শাশুড়ি শিউলী রান্না করার সময় হঠাৎ সেখানে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে তা আশপাশের বাড়ী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে পুড়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় গৃহবধু টুকটুকি। দগ্ধ হয় বাড়ির মালিক স্বপন ও তার শ্বাশুড়ী শিউলি বেগম।
এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি ঘর ও সদর উপজেলায় প্রাথমিক স্কুলের একটি ভবন পুড়ে গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মালোপাড়ায় ও সদর উপজেলার ১৬নং পশ্চিম গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।