ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
‘সমতা ও বৈষম্যহীনতা মানবাধিকার অগ্রগতির মুলমন্ত্র’ এ স্লোগান নিয়ে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে এ উপলক্ষে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি রেলী বের করা হয়। রেলীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ আরো অনেকেই। বক্তারা, নারী-পুরুষ, শিশুসহ সকলের মানবাধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।